• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

নির্বাচন

বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম

  • ''
  • প্রকাশিত ০৭ মে ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বাগেরহাটে কচুয়া ও রামপাল দুই উপজেলা কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় থেকে স্ব স্ব কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়।

কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার রয়েছে ৮৯ হাজার ৬ শত ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৭ শত ৬৪ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৯ শত ২৭ জন।

এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩০ টি ও ভোট কক্ষ ২২৭ টি। প্রিজাইডিং অফিসার ৩০ জন, সরকারি প্রিজাইডিং অফিসার ২২৭ জন ও পোলিং অফিসার মোট ৪৫৪ জন।

অপরদিকে রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ভাই চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩ শত ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮ হাজার ৬ শত ১২ জন ও মহিলা ভোটার ৬৯ হাজার ৬ শত ৯১ জন।

এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ৪৯ টি ও ভোট কক্ষ ৩৪২ টি। প্রিজাইডিং অফিসার ৪৯ জন, সরকারি প্রিজাইডিং অফিসার ৩৪২ জন ও পোলিং অফিসার মোট ৬৮৪ জন রয়েছেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বাগেরহাট জেলায় সদর উপজেলাসহ কচুয়া ও রামপাল উপজেলায় আগামী ৮ ই মে এর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন হচ্ছে না।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা সেক মো. জালাল উদ্দিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads